Friday, December 5, 2025

মুরগির বাচ্চার গায়ে রঙ লাগিয়ে বিদেশি বলে বিক্রি, প্রতারক আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ফার্মের মুরগির বাচ্চার গায়ে বিভিন্ন রঙ লাগিয়ে বিদেশি বলে চালিয়ে দেয়ার অভিযোগে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই উপযেলা কালীবাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল হোসেন নরসিংদীর রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে জানা গেছে, রুবেল সকাল থেকে প্রায় ৩শ’ বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আসা সহজ-সরল মানুষগুলো তার প্রতারণার শিকার হন। প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং-বেরংয়ের মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। তার এ ছবি দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে ওই মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হন।কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারণার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে- এমন সংবাদ পেয়ে রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর