Friday, December 5, 2025

শৈলকুপায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় শুক্রবার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন শৈলকুপা শাখার উদ্যোগে এই ক্যাম্পে রোগীদের হেলথ চেকআপ ও বিনামূল্যে মেডিসিন প্রদান করা হয় ।

শুক্রবার(১১ ডিসেম্ভর) শৈলকুপার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফার বাসভবন প্রাঙ্গনে এ ক্যাম্পে শত শত নারী-পুরুষদের চিকিৎসাসেবা ও মেডিসিন দেয়া হয় ।এসময় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আকাশ ও মেডিকেল শিক্ষার্থীরা সহ অন্যান্য ডাক্তারবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসা রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড পার্থ প্রতিম শীল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা ভাইসচেয়ারম্যান জাহিদুন্নবি কালু সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিনামূল্যে মেডিসিন সরবরাহ করেন র‌্যাম ফার্মাসিউটিক্যালের জোনাল ম্যানেজার আঃ জাব্বার। এ রকম একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসি সহ বিভিন্ন জায়গা থেকে আসা রোগীরা।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর