বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন ভিক্টোরিয়া পারভীন সাথী। সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানান, নৌকা প্রতীকের সাথী পেয়েছেন এক লাখ এক হাজার ৭৯৩ ভোট। তার প্রতিদ্ব›দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শামছুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৩২ এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।
দিলু পাটোয়ারী ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করেন। তিনি অভিযোগ করেছিলেন, পুলিশ সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ব্যালট কাটছে। অন্যদিকে, বিএনপি প্রার্থী শামছুর রহমান আজ ভোটের দিন সকাল নয়টার পরপরই নির্বাচন বয়কট করেন। তার অভিযোগ, কোনো কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সব কেন্দ্র দখল করে নিয়েছে সরকারি দলের সন্ত্রাসীরা। একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের সমন্বয়ে বাঘারপাড়া উপজেলায় মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।
এরআগে, উপ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন যশোরের ডিসি ও এসপি। সকাল ৯ টা থেকে প্রতি ভোট কেন্দ্রে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণের প্রতি আহবান জানিয়ে তারা সরেজমিনে যান। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মসূচি পরিদর্শন করেন। সব ভোট কেন্দ্রে নিয়োজিত সকলকে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তারা জানান, আশা করছি আইন শৃংখলা সমুন্নত রেখে ভোট কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করবেন সংশ্লিষ্টরা। ভোটারদের ভোটের পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে প্রশাসনের পক্ষে। এ সময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, “নাভারণ” সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর কেতোয়ালির অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, বাঘারপাড়ার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুনসহ জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকর্তাগণ।
বাঘারপাড়া প্রতিনিধি







