বঙ্গবন্ধু টি-২০ কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে জেমকন খুলনা। দলটির বর্তমান লক্ষ্য টেবিলের সেরা দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। সে লক্ষ্যে আজ বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছে তারা।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে দুটি পরিবর্তন এসেছে খুলনা দলে। ইমরুল কায়েসের জায়গায় এসেছেন শহিদুল ইসলাম। এছাড়া আল আমিন হোসেনের জায়গায় দলে ঢুকেছেন নাজমুল ইসলাম অপু। চট্টগ্রাম অনেক এগিয়ে থাকলেও ঢাকার অবস্থা খুব একটা সুবিধার নয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকলেও দলটির শেষ চার নিশ্চিত নয়। ফলে মুশফিকের দলও জয়ের লক্ষ্যে মাঠে নামবে। আজকের ম্যাচে ঢাকার একাদশে জায়গা পেয়েছেন আল আমিন জুনিয়র। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম। বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম।জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, হাসান মাহমুদ, শামিম পাটুয়ারি, আরিফুল হক, শুভাগত হোম, শহিদুল ইসলাম, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, জহুরুল ইসলাম।
অনলাইন ডেস্ক







