যশোরের বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় খলিলুর রহমান টিটো (২৮) নামে নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন। তিনি জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের মুন্তাজ মোল্লার ছেলে।বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বেতালপাড়া হাইস্কুল মাঠে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে টিটো আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে নবীনগরে অ্যাম্বুলেন্সের মধ্যে টিটোর মৃত্যু হয়।সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। টিটোর মৃত্যু সংবাদ এলাকায় এসে পৌঁছালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার পরিবারে এখন চলছে শোকের মাতম।স্থানীয়রা জানিয়েছেন, টিটো পেশায় ব্যবসায়ী। তার চাচা জহুরপুর ইউনিয়নের সাবেক মেম্বর ইন্তাজ মোল্লা। তিনি অভিযোগ করেছেন, আনারস প্রতীকের প্রার্থীর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে বুধবার রাতের ওই হামলা চালানো হয়েছিল।যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। এতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী, বিএনপির শামছুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী। মনোনয়নপত্র জমা দানের পর থেকেই বাঘারপাড়ায় একাধিক নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দিলু পাটোয়ারী এবং বিএনপির শামছুর রহমান নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপি এবং নিজ নিজ কর্মী-সমর্থকদের নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। দিলু পাটোয়ারী বৃহস্পতিবার ভোর রাতে এবং শামছুর রহমান সকালে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বাঘারপাড়া প্রতিনিধি







