Friday, December 5, 2025

বাঘারপাড়ায় এবার বিএনপিরপ্রার্থী শামছুরের ভোট বর্জনের ঘোষণা

বাঘারপাড়া উপজেলা পরিষদ উপ নির্বাচনে  ধানের শীষ প্রতিকের  প্রার্থী শামসুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বিষয়টি তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫মিটে  রাতদিন নিউজকে নিশ্চিত করেছেন। তার অভিযোগ ৬৩ কেন্দ্রেই  আওয়ামীলীগের নেতাকর্মীরা ধানের শীষের এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেনা। বৃহস্পতিবার সকালে জামদিয়া, ভিটাবল্যা সহ কয়েকটি ইউনিয়নে তাদের নেতাকর্মীদের মারপিট করা হয়েছে।এছাড়া সারারাত তার বাড়ির আশপাশে একেরপর এক ককটেল ফুটিয়ে আতংক সৃষ্টি করেছে আওয়ামীমীলীগের নেতাকর্মীরা। তিনি আরো বলেন, বিএনপির বিজয় নিশ্চিত জেনে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগীতায় সমগ্র বাঘারপাড়ায় গভীর রাতে ভোট ডাকাতি করে বাক্স ভরা হয়েছে।  এহেন পরিস্থিতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন পরিস্থিতিতে ভোট বর্জন করতে তিনি বাধ্য হয়েছেন বলে জানান। এ বিষয়ে তার ছেলে আসাদুজ্জামান রাতদিন নিউজকে জানান, আজ সকালে জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের তার উপর আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসময় রানা ও ইমন নামে আরো কয়েকজন আহত হয়েছেন। একই সময় দরাজহাটের হাবুল্লা গ্রামেও বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। উল্লেখ, এরআগে  রাত ১২ টা ৫২ মিনিটে পুলিশ ভোট ডাকাতি ও নিজেকে অবরুদ্ধ করার অভিযোগ এনে ভোট বর্জন করেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী।

বাঘারপাড়া প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর