শ্যামল দত্ত(চৌগাছা)যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২০-২০২১ এ শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা খাদ্যগুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি মৌসুমে ৭শ টন ধান ও ৯শ ৭৫ টন চাল সংগ্রহ করা হবে। কেজি প্রতি ৩৭ টাকা দরে চাল ও ২৬ টাকা দরে ধান ক্রয় করা হবে।এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা পলাশ আহমেদ, মিলমালিক সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও মুক্তাদির বিল্লাহ প্রমুখ।







