চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহিস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চৌগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে শহরের ভাস্কর্যের মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলার আমির মাও. গোলাম মোরশেদ বলেন, সম্প্রতি চৌগাছাসহ যশোরে বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় আমাদের এক নেতা হত্যার শিকার হন। কি দোষ ছিল তার? এলাকায় তিনি মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেছিলেন। এইটাই দোষ? ত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা হলেও পুলিশ তাদের আটক করতে পারেনি বলে দাবি করেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদের যারা আশ্রয় দিচ্ছে তারা কোনো দলের নেতা কর্মী হতেপারেনা। যারা নতুন করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন, তারা নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন। এসময় বক্তারা সকল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সেক্রেটারি মাও. নুরুজ্জামান, জামাত নেতা রহিদুল ইসলাম খান উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাও আব্দুল খালেক, প্রমুখ। ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় জামায়াত ইসলামীর গাজীর বাজার ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম সজলকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।
সজল যশোর শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকার বাসিন্দা এবং স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটি ও বাজার কমিটির সভাপতি ছিলেন।
আর কে-০৬







