Friday, December 5, 2025

ফের বদলে গেলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সময় সূচি

আবারো বদলে গেলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের সময়সূচি। ঘন কুয়াশার কারণে দিনের দু’টি ম্যাচের সময়ই এগিয়ে আনা হয়েছে।হঠাৎ ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত খেলা হয়েছে। শেরে বাংলা ও তার আশপাশ তখন ছিল ঘন কুয়াশায় ঢাকা। এর ভেতরে দিনের ম্যাচ যেমন তেমন, রাতের খেলা নির্বিঘ্নে আয়োজন রীতিমত কঠিন। তাই পরিস্থিতি বিচার বিবেচনায় এনে আয়োজক ও ব্যবস্থাপকরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়সূচি বদলে ফেলেছেন।এতদিন ধরে দুপুর দেড়টার শুরু হওয়া ম্যাচ এখন শুরু হবে বেলা সাড়ে ১২টায়। ঐ ম্যাচের টস হবে বেলা ১২টায়। আর সন্ধ্যা সাড়ে ৬টার খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। ঐ খেলার টস হবে বিকেল ৫টায়।প্রসঙ্গত, এর আগে শুক্রবারের (৪ ডিসেম্বর) ম্যাচের সূচিতেও বদল আনা হয়েছিলো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় দুই ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছিলো সেদিনের ম্যাচ দুইটি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর