বুধবার (৩০ অক্টোবর)মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অনার্স ভবন শহীদ ফরহাদ হোসেন ও মির্জা নওজেশ হোসেনের নামে উদ্বোধন করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মৃতিফলক উন্মোচন করা হয়। এ উপলক্ষ্যে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ।
নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ ফরহাদ হোসেনের গর্বিত পিতা গোলাম মোস্তফা, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা বিএনপি’র অন্যতম নেতা মোঃ মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমদ, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান।

কলেজের সহকারী অধ্যাপক মোঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুর রহমান, শহর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক মুন্সি রিজাউল করিম, উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, বি এন পি নেতা খোন্দকার খলিলুর রহমান, আশরাফুল ইসলাম নালিম, আব্দুশ শুকুর ,মুক্তি মাহমুদ, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ শাহনাজ পারভীন হ্যাপিসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার পুত্র।
আর কে-০৮







