Friday, December 5, 2025

মোরেলগঞ্জে মাদক বিরোধী কমিটি গঠন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়ীয়া ইউনিয়ন ও শরণখোলার ধানসাগর ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে “মাদক না বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি” এই শ্লোগানকে সামনে রেখে আগামী দিনের পথচলা হোক সুন্দর ও সমাজ থেকে মাদক নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ঐক্যবদ্ধভাবে এলাকাবাসী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় পর্যায়ে মাদকাসক্তদের পূনর্বাসন করার লক্ষ্যে সোমবার বিকালে পিসি বারইখালী তুজাম্বার আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান মোঃ কামাল হোসেন আকনের সভাপতিত্বে মোঃ হুমায়ুন মুন্সী সভাপতি ও মোঃ এনায়েত হোসেন ফরাজীকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি পদে মোঃ নান্ন মিয়া ফরাজী, দুলাল আহমেদ মুন্সুর তালুকদার, নাজমুল ইসলাম আকন, মিজানুর রহমান ডালিম, মনির মোল্লা, সহ সাধরণ সম্পাদক পদে হারুন মোল্লা, জসিম বেপারী, বেল্লাল হোসেন আকন, আবু সালেহ গাজী, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রুবেল হোসেন ফরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম ও মোঃ শেরে আলম হাওলাদার এবং মোঃ শহিদ শেখ, দপ্তর সম্পাদক মাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন হোসাইন খান ও মোঃ তুরান মৃধা, অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আবু নাইম ও হাফেজ মোঃ ফোরকান আকন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ ফরিদ হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক মাঃ মোঃ আছাদুল খান ও মোঃ সোহেল তালুকদার।

আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর