মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসারে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় মোরেলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরঃ প্রশাসক, মোরেলগঞ্জ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে কঠিন ব্যবস্থাপনা বিধিমালা বিষয়ক কর্মশালায় করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শর্মী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম ইখতিয়ার উদ্দিন, একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি এইচ, এম, মইনুল ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলন মোরেলগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
কর্মশালায় অংশগ্রহণ করেন মোরেলগঞ্জ বাজার বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, শ্রমিক প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ। তারা এসময় পৌরসভার বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা সহ এর সমাধান কল্পে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
আর কে-০২







