বিশেষ করে সেদিকউল্লাহ। টুর্নামেন্টে তার ব্যাটে প্রতিপক্ষের বোলাররা নিস্তার পাচ্ছে না। বিধ্বংসী ব্যাটিংয়ে বোলারদে চিড়েচ্যাপ্টা করছেন কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি ওপেনার। আজকের ম্যাচসহ ৩১৩ রান নিয়ে টুর্নামেন্টর শীর্ষ রানসংগ্রাহক ৪ ম্যাচের প্রতিটিতেই ফিফটি করেছেন। সব মিলিয়ে ধরলে সংক্ষিপ্ত সংকরণের সর্বশেষ ৫ ম্যাচে ফিফটি করেছেন তিনি।ইনিংসগুলো সাজিয়েছেন চার-ছক্কায়। ভারতের বোলারও যেমন আজ সেদিকউল্লাহর হাত থেকে মুক্তি পায়নি। ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ওপেনিং সতীর্থ আকবরির সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েছেন। ৫২ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৪ ছক্কায়। কম যাননি আকবরিও। প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪১ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন ৪ ছক্কার বিপরীতে ৫ চার।
দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের সুর পেরে টেনেছেন করিম জানাত। জাতীয় দলের হয়ে ৬৬ টি-টোয়েন্টি খেলা আফগান ব্যাটার ২০ বলে খেলেছেন ৪১ রানের বিধ্বংসী ইনিংস। তিনে নেমে ২০৫.০০ স্ট্রাইকরেটের ব্যাটিং ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ২ ছক্কায়। তিনজনের ঝোড়ো ব্যাটিংয়ে আফগানদের সংগ্রহটাও দাঁড়ায় বড়। ৪ উইকেটে তারা করে ২০৬ রান।
অনলাইন ডেস্ক