যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিম পাইকপাড়ায় দু’ মোটরসাইকেল সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতের নাম গোপাল দেবনাথ (২১)। তিনি পাইকপাড়ার কার্তিক দেবনাথের ছেলে ও খুলনা পুলিশ লাইনের কনস্টেবল। যার নং-বিপি-০০২০২৩১১১২/৫৩। আহতরা হচ্ছেন, পাইকপাড়ার প্রভাত দেবনাথের ছেলে প্লাবন দেবনাথ (১৪), রণজিত বিশ্বাসের ছেলে স্বরজিত বিশ্বাস (২০) ও সদর উপজেলার ভায়না গ্রামের মিঠু (৪৫)।পুলিশ জানায়, দু’দিন আগে গোপাল দেবনাথ পাঁচদিনের ছুটিতে বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে গোপাল, প্লাবন ও স্বরজিত এক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পাইকপাড়া বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে এসে বিপরীতমুখি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’মোটরসাইকেলের চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ছয়টা ৪০ মিনিটে গোপাল দেবনাথের মৃত্যু হয়। আহতদের মধ্যে মিঠুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে সাতটার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
রাতদিন সংবাদ







