সোমবার রাতে উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আটক ২৬ জনের মধ্যে ২৩ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান তাদের জামিন মঞ্জুর করেন। একই সাথে নাশকতা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন, দরাজহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন, নারিকেলবাড়িয়া ইউপি সদস্য তরিকুল ইসলাম, একই ইউনিয়নের মুজিবুর মোল্যার ছেলে আব্দুল হাই, বাসুয়াড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফসিয়ার রহমান, লুৎফর মেম্বর, যুবলীগ নেতা ইকবাল হোসেন, রাসেল, মাসুদ, ইমামুল, আনজির, আবু তালেব, আজাদ, ইকরাম কাজী, আবু তালেব, সজিব মীর, মফিজুর, বাদশা, রনি আমিন, চঞ্চল, মিন্টু, মমিনুল, বাবুল মিলন ও আবু তালেব সরদার।
এছাড়া আটক সুলতান মাহমুদ, খোকন ও সোহানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত সোমবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ২৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে কয়েকজন বিএনপি নেতা-কর্মীও রয়েছেন। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে আটক করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র জানায়।
রাতদিন সংবাদ







