কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগসহ ৫ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় বিক্ষুব্ধ ছাত্র-জনতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাবলিক ময়দানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র ত্রিমোহিনী মোড়ে এসে অবস্থান। সেখানে অবস্থানকালে উপস্থিত ছাত্র-জনতা ও শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট ও সোহাগী খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফুয়াদ, শাহেদ, আল-মামুন, আনোয়ার হোসেন, প্রেমা খাতুন, ছাত্রদল নেতা ইকরামুল, অপু হাসান, রাজু আহমেদ, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান, কামরুজ্জামান প্রমূখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আর কে-১৬







