Friday, December 5, 2025

শৈলকুপায় দুই মাদক ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শৈলকুপা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেন পার্থ প্রতিম শীল এই দন্ড প্রদান করেন।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আমিরুল ইসলাম জানান, শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ চন্দ্রিপুর এলাকা থেকে রমেশ কুমারের ছেলে রবিন কুমার (৩৪) এবং রয়েড়া গ্রামের মহাদেব কুমারের ছেলে ঝন্টু কুমার কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক পার্থ প্রতিম শীল তাদের প্রত্যককে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর