Friday, December 5, 2025

বাগেরহাট জেলা প্রশাসক মাস্ক পরিয়ে সচেতন করছেন পথচারীদের

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পথচারিদের নিজহাতে মাস্ক পরিয়ে দিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। সোমবার সকালে বাগেরহাট ফাউন্ডেশনের আয়োজনে ৪ দিনব্যাপী করোনা সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এসময় শহরের মিঠাপুকুর, শালতলা, সরুই, আমলাপাড়া সড়কে পথচারিদের মধ্যে সচেতনতামূলক প্রচারণার পাশাপশি মাস্কহীন পথচারিদের মাস্ক পরিয়ে দেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাব্বিরুল ইসলাম, সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী, ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আহাদ হায়দার, নির্বাহী কমিটির সদস্য কাউন্সিলার আবুল হাশেম শিপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, তানিয়া খাতুন, আজীবন সদস্য সালাউদ্দিন হায়দার সুমন, জহিরুল ইসলাম মিঠু, সদর আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারি শেখ মোঃ সোহাগ, সরদার আ. রব প্রমুখ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর