বঙ্গবন্ধু টি-২০ কাপের শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন থেকে জয় ছাড়া কোনো বিকল্প নেই ফরচুন বরিশালের সামনে। মঙ্গলবার এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল।
বাঁচা-মরার এই ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম। এই ম্যাচে দলটির একাদশে ফিরেছেন সাইফ হাসান। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ফরচুন বরিশাল: তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, কামরুল ইসলাম, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সাইফ হাসান, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন।মিনিস্টার গ্রুপ রাজশাহী: ফরহাদ রেজা, ফজলে রাব্বি, নুরুল হাসান, রনি তালুকদার, নাজমুল হোসেন, শেখ মেহেদি, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম, আনিসুল ইসলাম, সাইফউদ্দিন।
অনলাইন ডেস্ক







