নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে লোহাগড়া উপজেলা শহরের থানা সংলগ্ন এলাকায় মিজানুর রহমানের তুলার কারখানায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।লোহাগড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, দ্রুত ঘটনাস্থালে গিয়ে দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা ছিলো। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি।







