Friday, December 5, 2025

শ্রীপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুক আহম্মেদ

মাগুরা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে মাগুরার শ্রীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং সব্দালপুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মো:ফারুক আহম্মেদ।

শুক্রবার (১১ অক্টোবর) সাধারণ জনগণ ও বিএনপির তৃণমূল নেতা কর্মীদের সাথে নিয়ে বিকাল থেকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাখেরা, কাজলী, সব্দালপুর, তারাউজিয়াল, সোনাইকুন্ডি,জারিয়া, জয়নগরসহ ১২ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং

সবার সঙ্গে কথা বলে সামগ্রিক বিষয়ে খোঁজ-খবর নেন।

সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে ফারুক আহম্মেদ বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর