Friday, December 5, 2025

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুইজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টায় কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার খোড়দো এলাকার মো: আজিজুল ইসলাম গাজী(৪৫) ও একই এলাকার শাহানারা খাতুন(৪২)। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, ভারতীয় নকল আধার কার্ড ও নকল জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় কালিয়নী বিওপির সীমানা পিলার ৭/৬৬ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত তিন পলাতক আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর