Friday, December 5, 2025

বেনাপোলে বাঁশ বাগানে মিলল ৩ হাত বোমা

শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের একটি একটি বাঁশ বাগান থেকে সোমবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে বোমা তৈরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রাম থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চম্পা বিষয়টি নিশ্চিত করেনতিনি জানান, গোপন সংবাদ ছিল কয়েকজন দুষ্কৃতকারী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভেতর বোমা তৈরি করছেন। পরে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা তিনটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারীরা পালিয়ে যান।তিনি আরো জানান, কী উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। বোমাগুলো থানায় এনে নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর