Thursday, November 6, 2025

নড়াইল পৌরসভায় মেয়র পদে আ’লীগের আঞ্জুমান আরা’র মোটর সাইকেল শোভাযাত্রা

নড়াইল প্রতিনিধি:নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রী আঞ্জুমান আরা মোটর সাইকেল শোভাযাত্রা করেছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে ছয় শতাধিক মোটর সাইকেল নিয়ে পৌর এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।পৌর এলাকার চরের ঘাট এলাকা থেকে মোটর সাইকেল শোভাযাত্রাটি নড়াইল শহরের রূপগঞ্জ, পুরাতন বাসটার্মিনাল, নড়াইল চৌরাস্তাসহ পৌর সভার ৯টি ওয়ার্ডের সড়কগুলি প্রদক্ষিন করে। এসময় নারী নেত্রী ভোটারদেও হাত নেড়ে শুভেচ্ছা জানান। মিছিলে অংশগ্রহণকারীরা আসন্ন নড়াইল পৌরসভার নির্বাচনে নারী নেত্রী আঞ্জুমান আরাকে নৌকা প্রতীক প্রদানের জন্য শ্লোগান দিতে থাকে। শোভাযাত্রায় নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারন সম্পাদক ইসমত আরা, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদের সদস্য রওশন আরা কবির লিলি, নাজনীন সুলতানা রোজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, যুব মহিলা লীগের আহবায়ক পলি রহমান, যুবলীগ নেতা খোকন সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল সহ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মেয়র প্রার্থী আওয়ামীলীগ নেত্রী আঞ্জুমান আরা বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারেরর সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার স্বামী মরহুম অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ আজীবন কাজ করে গেছেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার স্বামী নেই। আমি নড়াইল পৌরসভার সাধারন জনগনের সেবা করতে চাই। তাদের সুখ দুঃখের সাথী হতে চাই। সে জন্য বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের জন্য মনোনয়ন চেয়েছি। আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত। এখনও মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমার বিশ^াস আমাকে নৌকা প্রতীক উপহার দিবেন। নৌকা প্রতীক উপহার পেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় পৌর নির্বাচনে অংশ নিয়ে বিজয় হয়ে আপনাদের পাশে দাড়াতে পারবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!