বেনাপোল প্রতিনিধিঃবেনাপোলে ২৫ বোতল ফেনসিডিল সহ মজনু সরদার নামে এক মাদক ব্যবসায়ি আটক হয়েছে। রোববার রাত ৮ টার সময় তাকে বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজার থেকে আটক করা হয়। আটককৃত মজনু সরদার বারোপোতা গ্রামের নুর হোসেন সরদার এর ছেলে।যশোর র্যাব-৬ এর কমান্ডার লে, এম সরোয়ার হোসেন বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোলের বারোপোতা বাজারে অভিযান পরিচালনা করে মজনু সরদারকে হাতে নাতে ২৫ পিছ ফেনসিডিল সহ আটক করা হয়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।







