শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছার একমাত্র পত্রিকা পরিবেশক মাও. সাইদুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৯ সালের এই দিনে ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের ছেলে বর্তমান পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম জানান, পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার গ্রামের বাড়ি ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজের পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, পত্রিকা পাঠক, পিতার বন্ধু মহলসহ সকলকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ করেছেন। মরহুম মাও. সাইদুল ইসলাম চৌগাছার একমাত্র পত্রিকা পরিবেশক ছিলেন। তিনি উচ্চ শিক্ষিত হয়েও চাকরি না করে ১৯৬৭ সাল থেকে চৌগাছায় পত্রিকা পরিবেশকের ব্যবসা করেন। তার কল্যানে চৌগাছাবাসি যুগযুগ ধরে স্থানীয় সকল দৈনিক পত্রিকাসহ জাতীয় সব ধরনের পত্রিকা পড়ার সুযোগ পেয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত সাইদুল ইসলাম সততার সাথে ব্যবসা পরিচালনা করেছেন।
আর কে-০২







