আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে চৌগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় উপজেলার ৩৭ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম রেজা দুলু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এ্যাড. মোহাম্মদ ইসহক ও আলহাজ্ব মিজানুর রহমান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলয় চন্দ্র পাল, উপজেলা বিএনপির সেক্রেটারী মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন ও এ্যাড. আলিমুজ্জামান আলী প্রমুখ।
বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সনাতন সমাজের সকল সদস্যকে স্বাধীন ভাবে চলাচলের ও ধর্মীয় অনুষ্ঠানাদী পালন করার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত এদেশের সকল হিন্দু ভাইদের সম্পদ আওয়ামীলীগের নেতা কর্মীরাই জবর দখল করেছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, অতীতে বিভিন্ন সময় বিভিন্ন পূজামন্ডপে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুন্ডাপান্ডারা হামলা ও ভাংচুর চালিয়ে তার দায়ভার চাপিয়ে দিয়েছে বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর। ফলে আসন্ন দূর্গাপূজায় এবছর ফের সেই রকমের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ ও তার দোসররা। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চক্রান্ত করছে। আর এই জন্য তারা হিন্দু সমাজের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবকে টার্গেট করে নাশকতা সৃষ্টি করে বিশ^ময় বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করে তুলতে নানা রকম চক্রান্ত আটছে। ফলে তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। আমরা সকলেই সেদিকে খেয়াল রাখবো যাতে করে কেউ কোন মন্ডপে কোন অপ্রীতিকর কিছু করতে না পারে।
সভায় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার সকল পূজা মন্ডপের নের্তৃবৃন্দ ও সনাতন সমাজের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-১০







