মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ও স্যাকমোর উপর হামলার প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অব্যাহত কর্ম বিরতী ও আউটডোর সেবা বন্ধ রেখেছে।
গত বুধবার বেলা ১১ টার দিকে ৪/৫ জনের একটি দল হাসপাতালে হামলা করে, এ হামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি অবস্থায় আছেন। লাঞ্চিত করা হয়েছে দুজন মেডিকেল অফিসারদেরও। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ইউ-এইচ এবং এফপিও এর বিভিন্ন মিথ্যা অপপ্রচার এবং ইমারজেন্সিতে দায়িত্বরত চিকিৎসক ও স্যাকমোর উপর হামলার প্রতিবাদে আউটডোর সেবা বন্ধ ও অব্যাহত কর্মবিরতি ও মানববন্ধন চলাকালীন সময় উপস্থিত রোগী ও রোগীর একাধিক অভিভবকরা জানান আমরা অনেক দুর দুরান্ত থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছি। এখন এসে দেখি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্ম বিরতি চলছে। এমতাবস্থায় আমরা নিরুপায় হয়ে পড়েছি।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আরএমও ডাঃ শেখ নাদির উজ্জামান এর কাছে জানতে চাইলে বলেন, আসামীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কর্ম-বিরতি অব্যাহত থাকবে। তবে চিকিৎসা সেবার জরুরী বিভাগ ও আন্তঃবিভাগ চালু থাকবে।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবা যাতে করে ব্যাহত না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসন ও জেলা সিভিল সার্জন স্যারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ শামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা রেকর্ড হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
আর কে-০৩







