Friday, December 5, 2025

নড়াইলে ট্রাক চালক বিল্লাল হত্যা মামলার আসামিদর গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় দাদনের টাকায় জর্জড়িত ট্রাক চালক বিল্লাল বিশ্বাস(৫৫) হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৬ ডিসেম্বর) বিকালে দিঘলিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
দিঘলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাজ সেবক মোঃ আইয়ুব হোসেন মৃধার সভাপতিত্বে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক আলহাজ¦ সৈয়দ বোরহান উদ্দিন, সমাজসেবক সৈয়দ আক্কেল আলী, আবুল কালাম বিশ^াস, শেখ নজরুল ইসলাম, রিপন সরদার, নিহতের ছেলে বাপ্পি বিশ^াস প্রমুখ।
বক্তারা বলেন, ট্রাক চালক বিল্লাল বিশ^াসকে এলাকার চিহ্নিত দাদন ব্যবসায়ীরা তাদের দাদনের টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এলাকা থেকে দাদন ব্যবসায়ীদের বিতাড়িত করে দাদনে জজর্ড়িত এলাকার অসহায় মানুষকে রক্ষার দাবি জানানো হয়। পাশাপাশি বিল্লাল বিশ^াস হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল সৈয়দ বোরহান উদ্দিন এর নেতৃত্বে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়। মিছিলটি আশেপাশের গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শেষ হয়। কর্মসূচিতে দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু বুড়ার কাছ থেকে ৩ লাখ টাকা টাকা দাদন নেন। ওই দাদনের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু খাঁ ও কালু বুড়াসহ সঙ্গীয়রা বিল্লালকে গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে পিটিয়ে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এঘটনায় নিহতের ছেলে মোঃ বাপ্পি বিশ^াস বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনকে আসামী করে গত ৪ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন(মামলা নং-০৫)।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত আসামী দিঘলিয়া গ্রামের মৃত জীবন বুড়ার ছেলে কালু বুড়াকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর