মঙ্গলবার বেলা ১১টার জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।
চারটি পদের মধ্যে সভাপতি পদে আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস,ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ ও ইউপি চেয়ারম্যান গেলাম মোস্তফা বাবু। এছাড়া সাধারণ সম্পাদক পদে মোঃ মশিয়ার রহমান, প্রভাষক আব্দুল রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ ও কে এম খলিলুর রহমান এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির সুমন, মাস্টার মকবুল হোসেন মুকুল ও আলমগীর কবির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ২টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও কেশবপুর অডিটরিয়ামে ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণের সকালঃ ৯টায় বিকাল ৪টায় পর্যন্ত ভোট গ্রহন।
আর কে-০৮







