এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ নব্বইরশি বাসষ্ট্যান্ড সংলগ্ন আলহাজ¦ রহমাতিয়া শিশু সদনের আবাসিক ছাত্র হাসিব শেখের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে শিশু সদন পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসিব শেখ পৌরসভা ২ নং ওয়ার্ডের বারইখালীর বাসিন্দা আব্দুস সোবাহান ওরফে কালা শেখের পুত্র। হাসিব শেখ শিশু সদনের নাজেরা বিভাগের ছাত্র।
হাসিব শেখের মা তহমিনা জানান, তিনি পার্শ্ববর্তী কাওমিয়া মাদ্রাসায় রান্নার কাজ করেন। তার স্বামী একজন মানসিক প্রতিবন্ধী । ৬ সন্তানের মধ্যে হাসিব পঞ্চম। শনিবার বিকেলে মাদ্রাসা চত্বরে ওকে খেলাধুলা করতে দেখা গেছে। ওর কোন শত্রু থাকতে পারেনা।মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফেজ হাফিজুর রহমান বলেন, হাসিব অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের। রাত ১০ দিকে ওর সাথে দেখা হয়েছে। এ সময় সে সকল ছাত্রদের সাথে ঘুমাতে যায়। ফজরের নামযের পর সে জানতে পারে হাসিবের লাশ পড়ে আছে।
হাসিব পাশের বেডের হেফজ বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম ও নাজেরা বিভাগরে ছাত্র কাওছার আলী জানায়, রাতে তারা একসাথে ঘুমাতে যায়। ফজরের সময় উঠে ওকে তারা দেখতে পায়নি। বিছানা পত্র ঘুছানো। থানা অফিসার ইন চার্জ (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল জানান, ওর বিছানা সহ বারান্দায় রক্তে দাগ পাওয়া গেছে। মাথা সহ বিভিন্ন জায়গায় ক্ষত আঘাতের চিহ্ন রয়েছে। ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তদন্তে প্রকৃত রহস্য উৎঘাটিত হবে। থানা অফিসার ই চার্জ মোহাম্দ মনিরুল ইসলাম বলেন, পুলিশ শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। প্রকৃত ঘটনা উৎঘাটনে কাজ করছে।সি আই ডি, পি বি আই, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ও পুলিশ সুপার পঙ্কজ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার:ধারনা করা হচ্ছে পরিকল্পিত হত্যা!

আরো পড়ুন






