বঙ্গবন্ধু টি-২০ কাপের ত্রয়োদশ ম্যাচে রোববার মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। এ ম্যাচে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ঢাকার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন নাঈম শেখ ও সাব্বির রহমান। দুজনের কেউই সফলতার মুখ দেখেননি। ব্যর্থতার ধারা বজায় রেখেছেন তানজিদ হাসান তামিমও। এ তিনজন করেন যথাক্রমে ১২, ৭ ও ০ রান।মাত্র ২৩ রানে তিন উইকেট হারিয়ে আবারো অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয় ঢাকা শিবিরে। এমতাবস্থায় দলের ত্রাতা হয়ে আসেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। চতুর্থ উইকেট জুটিতে দুজন যোগ করেন ৮৬ রান।৩৮ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক মুশফিক। শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৫০ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার। অন্য প্রান্তে ১০ রানে অপরাজিত ছিলেন আকবর আলী।চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও মুস্তাফিজুর রহমান। মুখোমুখি প্রথম দেখায় ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল মোহাম্মদ মিঠুনের দল।
অনলাইন ডেস্ক







