Saturday, December 6, 2025

যশোরে প্রতিবন্ধী সেবাও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ফিজিও থেরাপী ক্যাম্প

যশোর প্রতিনিধিঃ প্রতিবন্ধী সেবাও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ও স্বপ্নতরী যশোরের সহযোগিতায়  ফিজিও থেরাপী ক্যাম্প বৃহস্পতিবার সদরের নতুন খয়ের তলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ ফিজিও ক্যাম্পিংয়ে সংগঠনের সভাপতি মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সরকারী সিটি কলেজের শিক্ষক ড:সবুজ শামীম আহসান, নতুন খয়ের তলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান, ইউনিসেফ বাংলাদেশের যশোর জেলার শিশু সুরক্ষা কমিনিউটি মোবালাইজার মোছা মিনা বেগম, ক্রীড়া সংগঠক আব্দুল মান্নান, উপদেষ্টা নূরুল আরিফিন, সংগঠনের সহ সভাপতি পিন্টু মজুমদার, কোষাধক্ষ্য শাহীনুর আক্তার।

থেরাপী প্রদান করেন ডা: প্রজ্ঞা পারমিতা রায়, থেরাপি সহকারী মো:আমিনুল ইসলাম, টেকনিশিয়ান আব্দুল কুদ্দুস ও মোঃ শফিকুল ইসলাম।

প্রতিবন্ধী সেবাও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ও স্বপ্নতরী যশোরের সহযোগিতায়  ফিজিও থেরাপী ক্যাম্পে শতাধিক নারী পুরুষ শিশুকে থেরাপি দেওয়া হয়।

আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর