নড়াইল প্রতিনিধি:কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন এবং দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ যুবমৈত্রী নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাকিতুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নওরোজ হোসেন মোল্যা, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক পারভেজ আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রিপন শী প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,বঙ্গবন্ধুর ভাষ্কর্য বুড়িগঙ্গায় ফেলার পায়তারা যারা করছে, তারা মুক্তিযুদ্ধকেও স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। দেশের চলমান উন্নয়নও তারা মেনে নিতে পারছে না। কৃষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন দেশেকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুবমৈত্রী, বাংলাদেশ ছাত্রী মৈত্রী অতীতেও রাজপথে থেকে মোকাবেলা করেছে। বর্তমানেও করবে।’ বক্তারা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এগিয়ে আসার আহবান জানান।






