Thursday, November 6, 2025

মোরেলগঞ্জে মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচএম শহিদুল ইসলাম,(মোরেলগঞ্জ)(বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে পৌর আওয়ামীলীগ সভাপতি মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার মতবিনিময় সভা করেছেন।উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগ পৌরসভা বারইখালী ১ নং ওয়ার্ডের সভাপতি দলিল লেখক বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পৌরসভা কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম, পৌর শ্রমিকলীগ সভাপতি মোঃ আবুল কালাম প্রমুখ।সভায় এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, ১৭ বছর মোরেলগঞ্জ পৌর সভার মেয়র হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ঘুষ,দুনীর্তি ও স্বজনপ্রীতির উর্ধে থেকে জনসাধারণের কামলার কাজ করে আসছি। সুখ-দুঃখে সবার পাশে থেকেছি। আগামী দিনে আপনাদের কামলা হিসেবে পৌরবাসির পাশে থাকতে চাই। পৌরসভার বারইখালী ১ ও ২ নং ওয়ার্ডের আয়োজনে সভায় ৯ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সুধীজন সহ বারইখালী ১ ও ২ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরবাসী অংশগ্রহন করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!