চুয়াডাঙ্গা প্রতিনিধি:চলতি বছরের ১০ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। ছেলেকে না পেয়ে অস্থির হয়ে ওঠেন বাবা-মা।
অবশেষে নিখোঁজের ৫৬ দিন পর বাড়ির পাশের পুকুরে একটি কঙ্কালের সন্ধান মেলে। কঙ্কালের পরনের প্যান্ট দেখে ছেলেকে শনাক্ত করে কেঁদে ফেললেন আলমগীরের বাবা।আলমগীর হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলি বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।শুক্রবার দুপুরে উপজেলার খাদিমপুর গ্রামের উজ্জ্বল মোল্লার পুকুর থেকে আলমগীরের কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।