Friday, December 5, 2025

মারা গেলেন সাংবাদিক আব্দুল আলিম

শিক্ষক ও সিনিয়র সাংবাদিক আব্দুল আলিম (৫৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, মঙ্গলবার রাতে বাসায় আব্দুল আলিমের হার্টঅ্যাটাক হয়। তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।

আব্দুল আলিম মণিরামপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি মণিরামপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তার লেখা শতাধীক কবিতা প্রকাশিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় মনিরামপুর ফাযিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আব্দুল আলিমের প্রথম জানাজা হয়। এদিন আসর বাদ উপজেলার বালিধা এলাকায় মরহুমের গ্রামের বাড়ি দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছে।

 

রাতদিন সংবাদ/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর