Friday, December 5, 2025

বেনাপোল সীমান্ত থেকে ৭ কেজি ওজনের ৬০ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্ত হতে ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। ৪ ডিসেম্বর রাতে সীমান্তের সাহজাদপুর মাঠ থেকে এই স্বর্ণ আটক করা হয়। উদ্ধার ৬০ টি স্বর্ণের বারের মুল্য চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার টাকা।

যশোরস্থ ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রুখতে  বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।তারই অংশ হিসাবে ৪ ডিসেম্বর রাত ১১ টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মোঃ নুর আলমের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ-পূর্ব কোনে শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,৩০,০০০/- (চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার থানায় জমা দেয়া হবে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর