বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ার খাজুরা এলাকা থেকে ৫শ’ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুম্মান খানের নেতৃত্বে একদল পুলিশ যশোর-মাগুরা সড়কের মোবারক আলী ফিলিং ষ্টেশনের সামনে থেকে আসিফ -মিতু
নামের এক লোকাল বাসে তল্লাশী চালিয়ে এ ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শাহিন হোসেন ফরিদগঞ্জ, চাঁদপুর এলাকার ( বর্তমান ঠিকানা- ফতুল্যা, নারায়নগঞ্জ) শাহাজাহান হোসেনের ছেলে। পুলিশের দাবি, শাহিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তারা ওৎ পেতে ছিলেন। একপর্যায় তারা শাহিনকে আটক করতে সক্ষম হন। অভিযানে এ এস আই হজরত আলী সহ খাজুরা পুলিশের একটি চৌকস টিম অংশ নেন বলে জানান মি. জুম্মান খান।
খাজুরায় বাস তল্লাশী করে ৫শ’ পিছ ইয়াবা সহ ব্যবসায়ী আটক

আরো পড়ুন






