মোঃজাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। নির্বাচনে সভাপতি পদে ৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এরা হলেন, আজিজুর রহমান, আশরাফ উজ জামান খান, মোতাহার হোসাইন ও মাহবুবুর রহমান।
সহসভাপতি’র দু’টি পদে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। এরমধ্যে আব্দুল হাই সিদ্দিকী, মোল্ল্যা আব্দুস সাত্তার ও কে এম কবির হোসেন।
সাধারণ সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন জয়দেব চক্রবর্তী ও আব্দুল্লাহ আল ফুয়াদ।
যুগ্ম সম্পাদকের দু’টি পদে ৪টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এরা হলেন, সিদ্দিকুর রহমান, উৎপল দে, শাহীনুর রহমান ও সুশান্ত মল্লিক।
কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সামছুর রহমান ও শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন মশিয়ার রহমান ও রুহুল আমিন খান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন শেখ শাহীনুল ইসলাম ও মাসুম বিল্লাল, গ্রন্থাগার সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মতিয়ার রহমান ও তন্ময় মিত্র বাপি।
এছাড়া সদস্য পদে ৫ পদে বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন ১২টি জন। এই পদে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হচ্ছেন রমেশ দত্ত, আব্দুল করিম, মেহেদি হাসান জাহিদ, আলমগীর হোসেন, অলিয়ার রহমান, নুরুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, আয়ুব খান, রাজ্জাক আহমেদ রাজু, রুহুল কুদ্দুস, বিল্লাল হোসেন ও জাকির হোসেন। সদস্য পদে ৫ জন নির্বাচিত হবেন।
আগামী ২১ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন। এদিন সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এম শামসুজ্জামান । কমিশন সদস্য মদন সাহা অপু ও আব্দুল মোমিন ।
আর কে-১০







