খুলনা:- খুলনার ডুমুরিয়ায় এক যুবতীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটকদের ডুমুরিয়া থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার বিবরনে (মামলার বাদী) জানান, কিছুদিন ধরে এলাকার কিছু চিহ্নিত বখাটে যুবক মাদ্রাসায় যাওয়া-আসার পথে তার মেয়েকে উত্যক্ত করত। গত ২ আগস্ট বিকেল ৫টার দিকে তার মেয়ে বাড়ির পাশের দোকানে যান। কিন্তু রাতেও মেয়ে ফিরে না আসায় তিনি, তার স্ত্রী ও একমাত্র ছেলেসহ পরিবারের সকলে উদ্বিগ্ন হয়ে পড়েন।
এইভাবে চারদিন ধরে পরিচিত, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোন সন্ধান পাননি তারা। এক পর্যায়ে ৬ আগস্ট সকাল ৭টার দিকে এক প্রতিবেশি জমিতে কাজ করতে যেয়ে একটি পাট ক্ষেত থেকে দুর্গন্ধ পান। তখন তিনি ওই পাট ক্ষেতের ভিতরে ঢুকে বিবস্ত্র অবস্থায় ওই মেয়ের মরদেহ দেখতে পান। এসময় তিনি চেঁচামেচি করতে শুরু করলে এলাকাবাসী ছুটে যান। মরদেহের পাশে মেয়েটির পোশাক এবং ওড়না দিয়ে মুখ বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এসময় দেশে কোন সরকার বা প্রশাসন না থাকায় থানা পুলিশকে অবহিত করতে না পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মেয়ের মরদেহ দাফন করা হয়েছিল বলে জানান মেয়েটির পিতা। সে কারণে নিখোঁজের এক মাস পর গত ২ সেপ্টেম্বর পিতা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা সংঘবদ্ধভাবে ওই ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
মামলার আসামিরা হলেন ডুমুরিয়া থানার চুকনগর আশ্রায়ন প্রকল্পের শংকর ফকিরের ছেলে রাম (২৫), যশোরের কেশবপুর থানার সন্যাসগাছা গ্রামের আশরাফ ফকিরের ছেলে মিন্টু (২৬), ডুমুরিয়া থানার চুকনগর গ্রামের শহীদ সরদারের ছেলে সবুজ (২২), চাকুন্দিয়া গ্রামের নজরুল গাজীর ছেলে ইমরান গাজী (২২), চুনগরের আব্দুল হামিদ গাজীর ছেলে আসাবুর রহমান আশিক (২৫), নরনিয়া গ্রামের শহীদুল মোড়লের ছেলে বাবু মোড়ল (২২) এবং যশোরের কেশবপুর থানার কেদারপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইমন সরদার (২২)।
এদের মধ্যে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান গাজী ও মিন্টুকে বুধবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারের পর বুধবার রাতেই তাদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হক বলেন, আটকদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যে অভিযান অব্যাহত আছে।
রাতদিন সংবাদ/জয়-







