Friday, December 5, 2025

বাঘারপাড়ার জামদিয়ায় বিনা মূল্যে কৃষকদের মাঝে হাই-ব্রিড ধানের বীজ বিতরন

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে ইস্পাহানী বীজ উৎপাদন কতৃক ২০২০-২০২১ অর্থ বছরের হাইব্রিড জাতের ইরি-বোরো রবি মৌসুমের ধান বিতরন করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড় উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার,বাবু কল্লোল কুমার, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওবাইদুর রহমান। এছাড়া এলাকার কৃষক বাকড়ি গ্রামের বাবু আনন্দ রায়, বাবু গনেশ রায়, বারভাগ গ্রামের নজরূল ইসলাম, আকরাম সরদার, লিয়াকত আলী, বাররা গ্রামের মিন্টু মোল্যা, তেঘরী গ্রামের লালটু, ভিটাবল্যার সোহেল রানা, মোঃ আবু হানিফ, জামদিয়ার নূর ইসলাম, জোকা গ্রামের বাবু বঙ্কিম মল্লিক, বাকড়ীর জগদিস সরকার, প্রকাশ বিশ্বাস প্রমূখ।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর