শার্শা প্রতিনিধি:ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাই স্বামী আজ দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল পরিদর্শন করেছেন। এ সময় তিনি কাস্টম্স, বন্দর, সীমান্ত চেকপোস্ট, ইমিগ্রেশন ও ভারতের পেট্টাপোল চেকপোস্ট ঘুরে দেখেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা-অসুবিধা সরেজমিনে দেখতেই তিনি বেনাপোল আসেন বলে জানাগেছে।হাই কমিশনার বেনাপোলে পৌছালে কাস্টমস হাউজ, বাইপাস সড়ক ও চেকপোস্ট এলাকায় তাকে ফুলদিয়ে অভ্যর্থনা জানান বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ি । এ সময় তাঁর সাথে ভারতীয় সহকারী হাইকমিশনার আর কে রায়না ও হাইকমিশনারের সহধর্মিনী উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দর উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল ও মামুন তরফদার, সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরা্ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ওসি মামুন খান ও আহসান হাবি, ভারত-বাংলাদেশ চেম্বর অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।বন্দর উপ পরিচালক আব্দুল জলিল ও মতিয়ার রহমান জানান, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৮০তাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্ত সঠিকভাবে বাণিজ্য পরিচালনা ও পাসপোট যা্ত্রীদের নানান সমস্যা বিদ্যমান। দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমনে দুর্ভোগ লাঘব হতে পারে ।







