Friday, December 5, 2025

আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে দু’দিন ব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্যাঃ তৃপ্তি রঞ্জন সাহা, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, মেলায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও প.প. অফিস ও প্রানী সম্পদ অফিস একটি করে মোট ১০ স্টল প্রদর্শনীতে অংশ নেয়। আলোচনা শেষে মেলায় প্রদর্শনীতে অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে শ্রেষ্ট প্রজেক্ট কলেজ ও স্কুল পর্যায়, সেরা স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর