যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচন নিয়ে নৌকা ও আনারস প্রতীকের দু’ প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে আনারস প্রতীকের প্রার্থী দিলু পাটোয়ারী ও সন্ধ্যায় নৌকার প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পরভীন সাথী প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনে করেন।
লিখিত বক্তব্যে দিলু পাটোয়ারী বলেন, তার জনপ্রিয়তার ঈশ্বার্ণিত হয়ে এবং নৌকার পরাজয় নিশ্চিত জেনে ভিক্টোরিয়া পারভীন সাথী ক্যাডাররা আনারসের কর্মী-সমর্থকদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। বলেন, গত ১৮ নভেম্বর রাতে তিনি নির্বাচনী প্রচারণায় নামলে সাথীর দেবর জামদিয়ার চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায় । কর্মী-সমর্থকদের ভালবাসায় সেদিন রক্ষা পেলেও গুরুতর আহত হন এবং তার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়। গত ৩১ নভেম্বর বাসুয়াড়ী ইউনিয়নের আলাদিপুর বাজারে আনারসের কর্মীসমর্থকদের উপর তারা হামলা চালায়। সর্বশেষ ২ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাডাররা আনারসের প্রচার মাইক ভেঙ্গে দেয়। একইসাথে নিজেদের প্রচার গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরিত করে আতঙ্কের সৃষ্টি এবং আনারস সমর্থকদের নামে মিথ্যা মামলা দায়ের করে। একের পর এক এমন সন্ত্রাসী ঘটনায় তিনি মামলা করলেও পুলিশ আসামীদের আটক না করে মিথ্যা মামলায় তার সমর্থকদের আটক ও বাড়ি বাড়ি যেয়ে হয়রানি করছে কিছু পুলিশ কর্মকর্তা।
দিলু পাটোয়ারী দাবি করেন, তার পক্ষে বাঘারপাড়ায় গণজোয়ার সৃষ্টি হওয়ায় ভিক্টোরিয়া পারভীন সাথীর ক্যাডাররা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা হরিপদ রায়, অধ্যক্ষ আজগর আলী, আকবার আলী, নুর মোহাম্মদ পাটোয়ারী, আব্দুল মালেক মন্ডল, বাবলু কুমার সাহা, অভিরাম দেবনাথ, অরুণ অধিকারী, গোলাম সরোয়ার, নরেন দেবনাথ, জালাল মোল্লা, আমিনুর রহমান, নুর জালাল খান, নিখিল কুমার অদ্য, ফয়সাল আহম্মেদ মিল্টন, মোশারফ হোসেন প্রমুখ।
অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী লিখিত বক্তব্যে বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে দিলু পাটোয়ারী তার কর্মী সমর্থকদের হামলা নির্যাতন চালাচ্ছে। দিলু পাটোয়ারির নির্দেশে ১ ডিসেম্বর নৌকার প্রচার মাইক ভাংচুর করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে মামলা নেয়া হয়নি। উল্টো আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অহেতুক হয়রানি করছেন। দিলু পাটোয়ারী স্থানীয় সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী কর্মকান্ড করে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেন নৌকার এ প্রার্থী।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন যোগসাজস করে তার দেবর টুটুলসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ওসির দাবিকৃত ১৫ লাখ টাকা না দেয়ায় নির্বাচন করতে দিবেননা বলে টুটুলকে হুমকি দিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগকে জানানো হয়েছে। তিনি অবিলম্বে বাঘারপাড়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্নয়কারী জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বাঘারপাড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, কামরুল হাসান টুটুল, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, এসএম আলমগীর হাসান রাজীব প্রমুখ।
রাতদিন সংবাদ






