লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের সুদের টাকা চাওয়াকে কেন্দ্র করে দিঘলিয়া- চটকাতলা গ্রামের ট্রাক শ্রমিক মোঃ বিল্লাল বিশ্বাস(৬২)কে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বিল্লাল বিশ্বাস মৃত ইশারত বিশ্বাসের ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউপির দিঘলিয়া-চটকাতলা গ্রামের মৃত ইশারত বিশ্বাসের ছেলে ট্রাক শ্রমিক মোঃ বিল্লাল বিশ্বাস একই ইউনিয়নের কুমড়ি গ্রামের বাবু খাঁর নিকট থেকে সুদের মাধ্যমে ৬০ হাজার টাকা লোন নেয়। ইতি মধ্যে বিল্লাল বিশ্বাস সুদ-আসলসহ ১,৫০.০০০ হাজার টাকা বাবু খাঁকে পরিশোধ করেছে। এরপর আরও অতিরিক্ত টাকার জন্য বিল্লাল বিশ্বাসকে চাপ দিতে থাকে উক্ত বাবু খা। নিহত বিল্লাল বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে আমার বাবা(বিল্লাল বিশ্বাস) দিঘলিয়া বাজারে চা খেতে গেলে উক্ত বাবু খাঁ আমার বাবার নিকট পুনরায় আরও সুদের টাকা দাবী করে। বাবা টাকা দিতে অপরগতা প্রকাশ করলে বাবু খাঁন ও তার ছেলে রানা এবং রুবেল খাঁ তাদের বাড়িতে ধরে নিয়ে গিয়ে আমার বাবা (বিল্লাল বিশ্বাসকে)মারপিট করে। পরে বাবা অসুস্থ্য হয়ে পড়লে তাকে দিঘলিয়া বাজারে স্থানীয় ডাক্তারের নিকট আনলে ডাক্তার তাকে মৃত বলে ঘষোনা করে। পরে বাবু খার লোকজন আমার বাবার মৃত লাশ আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্রমিক বিল্লাল নিহতের ঘটনায় লোহাগড়া শ্রমিকদের শাখা সম্পাদক মশিয়ার রহমান বলেন, বিল্লাল বিশ্বাস আমাদের ২২৭ নং শ্রমিকদের সদস্য ছিল আমরা বিল্লাল বিশ্বাস হত্যার ন্যায় বিচার চাই। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহত বিল্লালের শরিরে প্রাথমিক ভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই । লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠান হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে কিভাবে মারা গেছে। নিহতের ঘটনায় কালু নামে একজনকে আটক করা হয়েছে।







