এইচ.এম.শহিদুল ইসলাম(মোরেলগঞ্জ)বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন ও ঔষধের ভাউচার বই বিতরণীসভা উপজেলা প্রতিবন্ধী কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপকরণের মধ্য রয়েছে হুইল চেয়ার, হিয়ারিং এইড, স্মাট ক্যান, স্টাডিং ফ্রেম, কর্ণার চেয়ার, ওয়াকার, ট্রাই সাইকেল, ক্র্যাচ। বিতরণের শুরুতে স্বাগত বক্তাব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.কায়কোবাদ আকঞ্জী। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে মুজিব কর্ণারের শুভ উদ্ধোধন করা হয়।







