মনিরামপুর প্রতিনিধিঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, অধ্যাপক আব্বাস উদ্দীন, সাংবাদিক আব্দুল মতিন, জিএম ফারুক আলম, প্রভাষক সঞ্জয় দে, ইউনুস আলী, রিপন হোসেন সাজু, জয়নুল আবেদীন, ডাঃ সফিদুর রহমান, কালের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার প্রমূখ।
সমাবেশে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আওতাভুক্ত কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির কুচক্রী দুষ্কৃতকারী এ ধরনের হামলার ঘটনা ঘটাচ্ছে।
আর কে-০৫







