Saturday, December 6, 2025

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে যুকের আত্মহত্যা 

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয় সোহেল রানা শান্ত (৩৪) আত্মহত্যা করেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাটি ঘটে।

স্বরুপদায় ইউনিয়নে কদমতলা গ্রামে শওকত আলীর ছেলে সোহেল রানা শান্ত।

ঘটনা বিবারণে জানাযায় শশুর বাড়ি পৌর এলাকা ৫:নং ওয়ার্ড বিশ্বাস পাড়া মৃত আবুল গাজীর বাড়িতে বসবাস করত স্ত্রী ছালমা সাথে মনোমালিন্যর কারণে নিজর সয়ন কক্ষে বাসের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন সয়ন কক্ষে দীর্ঘ সময় আটকানো দেখে ঘরের ভিতরে ঢুকে দেখেন ওড়না দিয়ে বাসের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

মৃত সোহেল রানা শান্তর একটি বাজারে অনাবিল ফটো স্টার্টাটের দোকান আছে। ওয়ার্ড কাউন্সিল গোলাম মোস্তফা বলেন সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে সোহেল রানা শান্ত আত্মহত্যা করেছেন সত্যতা নিশ্চিত করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী দআত্মহত্যা হয়েছে ঘটনাটি সত্য নিশ্চিত করেন,থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর