আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। বুধবার দুপুরে উপজেলা শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবি সমিতির জেলা সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি অনিল কৃষ্ণ মন্ডলসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্যজীবি সমিতির উপজেলা সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় এসময় নেতৃবৃন্দ সরকারি খাস জলমহলের সীমানা নির্ধারণসহ দখল উচ্ছেদ ও বাদপড়া প্রকৃত জেলেদের হালনাগাদ তালিকা প্রনয়নে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল এর সহযোগীতা কামনা করেন। মতবিনিময় শেষে নেতৃবৃন্দ একই দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আশাশুনিতে মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করলেন আ’লীগ সম্পাদক শম্ভুজিত মন্ডল
আরো পড়ুন






